ব্লাগার আসাদ নূরের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

0
107

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ব্লাগার আসাদ নূরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর কুষ্টিয়ায় যুব সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদনি করে।

বিােভ মিছিল পূর্বে মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি কারী আসাদ নূরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। কোন নাস্তিককে প্রকাশ্যে চলা ফেরার সুযোগ দিলে তারা সমাজকে বিভ্রান্ত করবে।

প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও আইনজীবী সুরা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুহাইমেনুর রহমান পলল।