ভবদহের দুর্গতদের আত্মাহুতির হুমকি

0
147
VOBADHO-DROHO-01-11-20-P 2
ছবি সংগ্রহ

যশোর প্রতিনিধি

যশোরের ভবদহ জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গত এলাকাবাসী।

রোববার দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচি চলা কালে বক্তব্য রাখেন, ইকবাল কবির জাহিদ, রণজিৎ বাওয়ালী, আব্দুল হামিদ গাজী, সুকৃতি রায়, কার্তিক বকসি, ইলিয়াস হোসেন, শেখর চন্দ্র বিশ্বাস, শিরিন সুলতানা সোহেলী প্রমূখ।

বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম এর বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের লাখ লাখ মানুষকে জিম্মি করে লুটপাট চালাতে ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে। এখানে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে। অতিদ্রুত জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন না করা হলে দুর্গত এলাকার মানুষ আত্মাহুতি দেবে বলেও তারা হুসিয়ারী দিয়েছে।

অবস্থান কর্মসূচি চলাকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লখ্য, জোয়ারের পানিতে আসা পলি জমে এ অঞ্চলের নদনদী ভরাট হয়ে যাওয়ায় যশোরসহ তিন জেলার সাত উপজেলার শতাধিক গ্রাম সারা বছর জলমগ্ন হয়ে থাকে।