ভারতে একদিনে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

0
98
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে নতুন করে একদিনে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

২৪ ঘণ্টায় ভারতে ৭৮ হাজার ৩৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৫ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ হাজার ৩৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ১ হাজার ৯০৯ জন।

বিশ্বে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ব্রাজিল।