ভারতে বহুতল ভবন ধসে নিহত ১১

0
115
ভারতে বহুতল ভবনের

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে পাঁচ তলা ভবন ধসে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নীচ থেকে ছয় পুরুষ ও পাঁচ নারীর দেহ টেনে বের করেছে। আরও ১৭ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার সকালে ধ্বংসস্তুপ থেকে ৪ বছরের এক শিশুসহ ৬০ জনকে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাদ শহরের কাজলপুর এলাকায় আকস্মিকভাবে বাড়িটি ভেঙে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এলাকাটি মুম্বাই থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে।

আনন্দবাজার পত্রিকা জানায়, ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা পরিষ্কার হয়নি। তবে কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিপাতে কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ তলা এ ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট ছিল এবং অধিবাসী ছিল ৯৫ জন। ঘটনার সময় ৭৫ জন বের হয়ে আসতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি খবরে বলা হয়েছে, বাড়িটি ১০ বছরের পুরোনো।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় মানুষরাও উদ্ধার কাজে নেমেছেন। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারের কাজ অব্যাহত আছে।

গত মাসে ভারি বৃষ্টিপাতের মধ্যে মুম্বাইয়ে একটি বহুতল ভবন ধসে পড়ে নয় জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল।