ভারত থেকে কূটনীতিক সরিয়ে নিলো কানাডা

0
198

দ্রোহ অনলাইন ডেস্ক

৪১ কূটনীতিককে ভারত থেকে প্রত্যাহার করে নিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ।

কানাডার এই ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নিতে বলেছিল ভারতের নরেন্দ্র মোদি সরকার।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ভারত সরকার আমাদের কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল। তাই কানাডিয়ান সরকার ক‚টনীতিকদের প্রত্যাহার করে নিয়েছি।

জোলি আরও বলেন, কূটনীতিক সরিয়ে নেওয়ার ভারতীয় হুমকি ‘অভূতপূর্ব’। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

জোলি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপদে ভারত ছাড়ার ব্যবস্থা করেছি।
গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে। তবে তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।