ভারত সফর স্থগিত করলো ইংল্যান্ড

0
128
Cricket-Dro-7-8-p-9
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারত সফরে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট দল প্রস্তুত ছিল। তবে আনুষ্ঠানিকতা বাকি ছিল। করোনা ভাইরাস পরিস্থিতিতে ২০২১ সালের শুরুর দিক পর্যন্ত স্থগিত হয়ে গেছে সীমিত ওভারের এই সিরিজ।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা ছিল ইংল্যান্ডের। দুই দেশের ক্রিকেট বোর্ড শুক্রবার আলাদা বিবৃতিতে সিরিজ স্থগিত করার কথা জানিয়েছে।

আলোচনা সাপেক্ষে সিরিজের পরবর্তী দিনক্ষণ ঠিক করবে বিসিসিআই ও ইসিবি। ২০২১ সালের জানুয়ারির শেষ দিক থেকে মার্চ পর্যন্ত তিন সংস্করণেই সিরিজটি খেলার কথা ভাবছে তারা, বলা হয়েছে বিসিসিআইয়ের বিবৃতিতে।

ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটি থেকে আইপিএলের ত্রয়োদশ আসর সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যা শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।