ঘড়িতে সকাল ৯টা ১৫ বেজে। চিকিৎসকরা আসেনি। কিন্তু জরুরী বিভাগের পাশে রোগীদের জন্য রাখা বেঞ্চটি ভিজিট ব্যাগে ঠাসা। এ গুলো ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের ব্যাগ। ডাক্তারদের ভিজিট করতে তারা সকালেই এসে হাজির হয়েছেন। কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছবি গুলো তোলা।