ভিজিডি’র চাল নিয়ে ছয়-নয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

0
173
droho-upl-p7-6
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন

কুমারখালী প্রতিনিধি

ভিজিডি’র চাল ছয়নয় অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনির হাসানকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান এর বিরুদ্ধে ২০১৮ জুন মাসের বরাদ্দকৃত ভিজিডি’র ২৪৯ বস্তা (৭.৪৭০ মে.টন) চাল ছয়নয়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়। এ বিষয়ে জেলা প্রশাসক কুষ্টিয়া উক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

সে প্রেক্ষিতে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, বরখাস্তের আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরাখাস্তকৃত) দেওয়া হয়েছে।