ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখায় তিনজনকে জরিমানা

0
174

ভেড়ামারা প্রতিনিধি

সরকারি নির্দেশ না মেনে কুষ্টিয়ার ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা করা হয়েছে তিনজন কোচিং মালিককে।

সোমবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এ অভিযান চালিয়ে অর্থদন্ড করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল ইসলাম, তরিকুল ইসলাম ও খায়রুল ইসলাম নামে তিন কোচিং সেন্টারের মালিককে ২৫ হাজার ৭ শত টাকা টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গোলাপনগর বাজারে সরকারি নির্দেশ না মেনে কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার দায়ে রাশেদুল টিচিং হোম কোচিং এর মালিক রাশেদুল ইসলামকে ১০ হাজার, মওলাহাবাসপুর এলাকার তরিকুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এছাড়াও তিনজনকে মুখে মাস্ক ব্যবহার না করার কারণে ৭শত টাকা অর্থদন্ড করা হয়। এ সময় মওলাহাবাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখায় খায়রুল ইসলামকে সংক্রামক রোগ আইন, ২০১৮ মতে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা ভুয়া ডাক্তারসহ আটক ২