ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

0
158

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় চুরির অপবাদে আকরাম শাহ্ (২১) নামের এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার জুনিদাহ ইউনিয়নের মসজিদ পাড়ার নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ থানা পুলিশ উদ্ধার করে। নিহত আকরাম শাহ মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাতে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ অগস্ট) দুপুরে কয়েকজন যুবক আকরামকে তার বাড়ি থেকে জোরকরে তুলে নিয়ে যায়। তাকে হেদায়েত আলী নামের এক ব্যক্তির আম বাগানের একটি গাছে বেঁধে প্রায় দুই ঘন্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। নির্যাতনের এক পর্যায়ে বিকালে রক্তাক্ত আকরাম শাহকে তার এক আত্মীয়র হাতে তুলে দেয়া হয়। রাড়িতে নিয়ে আসার পর রাত এগারোটার দিকে আকরামের মৃত্যু হয়। গভীর রাতে পুলিশ নিহত আকরামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলতক রয়েছে।

নিহতের চাচা বিশারত আলী শাহ্ বলেন, মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে গত সোমবার চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের দিকে তানজিল, লিখন, হাসিবুল, রাজন,রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে অমানষিক নির্যাতন চালিয়ে হত্যা করে। তিনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকান্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।