ভেড়ামারায় প্রতারণার সময় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

0
52

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশের অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে ইকরাম হোসেন ইকাব (২৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকা থেকে তাকে জনতা আটক করে। আটক মোঃ ইকরাম হোসেন ইকাব কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহিনী এলাকার ইকবাল হোসেনের ছেলে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার ভুয়া ডিবি পুলিশ মোঃ ইকরাম হোসেন ইকাব তার আরও একজন সঙ্গী নিয়ে দশ মাইল এলাকায় মিরপুরগামী স্যালো চালিত গাড়ী থামিয়ে যাত্রী মোঃ আবেদ আলী (৪৫) ও ছলিম প্রামানিকের (৬০) নিকট থেকে নগদ ১ লক্ষ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাত্রীদের বাড়ি পশ্চিম বাহিরচর এলাকায়।

আরও পড়ুন – কুমারখালীতে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা

এসময় তর্ক বির্তকের একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করে। এ সময় ভুয়া ডিবি পুলিশের একজন পালিয়ে গেলেও ইকরাম হোসেন ইকাবকে স্থানীয়রা আটক করে। পরে অভিযুক্ত ভুয়া ডিবি পুলিশকে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ভুয়া ডিবি পুলিশ ইকরাম হোসেন ইকাবকে গ্রেফতার করে থানার নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষযটি প্রক্রিয়াধীন।