ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পর্শে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটায় এমএসবি নামের ইটভাটায় বিদ্যুতের মোটরের সুইচ দিয়ে গিয়ে আদম (২৬) তড়িৎ আহত হয়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। আদম আলী কাজিহাটা দক্ষিণপাড়ার মাহাবুল হোসেনের ছেলে।
পুলিশের এসআই মনজুরুল হক জানান, খবর পেয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার কর হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।