কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বাড়ির সিঁড়ির মধ্যে থেকে তুষার মন্ডল জিম (২০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা শহরের প্রফেসর পাড়ার জনৈক গোলাম মোস্তফা রুবেলের খালি বাড়ির সিঁড়ির ওপর থেকে পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা জিমের মাথার পেছনে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারার প্রফেসর পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জিমকে পেছন থেকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে বিষয়টি এখনো জানা সম্ভব হয়নি।
কুষ্টিয়া থেকে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন। হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে। খুব দ্রæত হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি জানান।