কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় স্টিয়ারিং ট্রলি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকবুল হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে িেমরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল মওলাহাবাসপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্টিয়ারিং ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মকবুল মারা যান। নিহত মকবুল রুপপুর পারমানবিক প্রকল্পের শ্রমিক ছিলেন। সকালে তিনি বাড়ি থেকে রুপপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রলি নিয়ে ড্রাইভার পালিয়ে যেতে সম হয়।
নিহতের ভাই আনোয়ার আলী ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছেন।