ভেড়ামারায় মোটর সাইকেলেন সংঘর্ষে দুই কিশোর নিহত

0
132

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মমিনুল হকের ছেলে ময়নাল হক মিল্টন (১৭) এবং একই গ্রামের আলমের ছেলে শাকিল (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল সংলগ্ন স্থানে দুই দিক থেকে আসা দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে মোটর সাইকেলে থাকা চালকসহ চারজন রাস্তার ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত বলে ঘোষণা করেন। নিহত দু’জন পরস্পর বন্ধু একই মটর সাইকেলের চালক এবং যাত্রী ছিলেন। অপর মোটর সাইকেলে থাকা আহত দুজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনের মধ্যে রাজ্জাক নামে এক যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বাড়ীতে নিয়ে গেছে তাদের স্বজনরা।