ভোটের ছবি

0
271
একটি কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোটার নম্বরের শ্লিপ দেওয়া হচ্ছে।

রবিবার অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোট প্রদানে সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিল স্বরব। খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে তোলা ছবি।

এক প্রার্থীর পক্ষে ভোটারদের পান দিয়ে আপ্যায়ণ করা হচ্ছে।
একটি কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোটার নম্বরের শ্লিপ দেওয়া হচ্ছে।
বৃদ্ধা মরিয়ম নেছা। চোখে দেখতে পান না, হাটতেও পারেন না। নাতনীর কোলে চেপে ওসমানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছেন।
কোমরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন।
কোমরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন।
দেবীনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন।