ভোটের পোষ্টার

0
156

প্রার্থীদের পোষ্টারে স্ব স্ব নির্বাচনী এলাকা ছেয়ে ফেলার প্রবণতায় কিছুটা ভাট পরেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নৌকা ও এলাকা বিশেষ প্রধান স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্যদের পোষ্টার চোখে পরছে না। শেষ সময়ে পাটের দড়িতে পোষ্টার লাগিয়ে নিজের নির্বাচনী এলাকায় পাঠাতে ব্যস্ততা বেড়েছে প্রার্থীর কর্মীদের। কুষ্টিয়া- ৩ আসনের হাউজিং পৌর ঈদগাহ মাঠে থেকে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের পোষ্টার লাগানোর সময় ছবিগুলো তোলা।