কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে উপার্যনের একমাত্র অবলম্বণ ব্যাটারী চালিত ভ্যানটি চুরির পর অসহায় হয়ে পড়া বৃদ্ধ দম্পতির জন্য আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
গত শুক্রবার (১০ মে) রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ভ্যানচালক লৎফর রহমান লতিফ (৮৪) ও মোছা. রোকেয়া খাতুন (৫৫) এর পরিবারের উপার্যনের একমাত্র অবলম্বণ ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে যায়। উপার্যনের একমাত্র উৎস্য হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।
ওই দিশেহারা পরিবারের জীবন যাপনের করুণ কাহিনী সাপ্তাহিক দ্রোহসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ মে) বিকালে এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ওই দম্পতির বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। পরিবারটির ঘুরে দাঁড়াতে ২০ হাজার নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
গত সোমবার দুপুরে কুষ্টিয়া ডিবি পুলিশের মাধ্যমে ওই দম্পতিকে আরো ২০ হাজার টাকা সহায়তা পাঠিয়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এছাড়াও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ঘর মেরামতের জন্য ওই দম্পতিকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।
গত শুক্রবার রাতে বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির ভ্যারটি চুরি হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান পাননি। পরদিন কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। উপার্জনের একমাত্র ভ্যানটি হারিয়ে স্ত্রী, স্বামী পরিত্যাক্তা মেয়ে, নাতিসহ চার সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিল।
পত্রিকায় প্রকাশিত খবর দেখে হঠাৎ তাঁদের বাড়িতে কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দম্পতির সাথে দেখা করতে চলে আসেন। তাদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।
ভ্যানচালক লুৎফর রহমান লতিফ (৮৪) বলেন, ‘পত্রিকার খবরের পর একজন ২০ হাজার টাকা দিয়েছেন। আবার এমপি সাহেব বাড়িতে এসে আরো ২০ হাজার টাকা দিয়ে গেছে। ডিসি সাহেবও টিন দিতে চেয়েছেন। তবে ভ্যান কিনতে আরো ১৫ – ২০ হাজার টাকা দরকার।
কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সংবাদপত্রে অসহায় বৃদ্ধের ভ্যান চুরির খবর দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন। তাই সরেজমিন দম্পতির বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা উপহার প্রদান করেছেন তিনি। পরবর্তীতে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।