মঙ্গলবার অনলাইন আলোচনা ‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’

0
114
Lig-Dro-22-p-12
প্রতিকি ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হবে। অনলাইন ZOOM-এর মাধ্যমে অনুষ্ঠেয় এই আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা এ আলোচনায় অংশ গ্রহন করেন।

অনলাইন আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সুভাষ সিংহ রায়। অনলাইনে আলোচনায় যুক্ত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, প্রকৌশলী মোশাররফ হোসেন এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আরেফিন সিদ্দিক এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত।

অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/awamileague.1949 I BDwUDe www.youtube.com/user/myalbd থেকে সরাসরি সম্প্রচার করা হবে।