স্টাফ রিপোর্টার
ঢাকার গ্রীন রোডে অগ্নিকান্ডে নিহত সাংবাদিক ও ইডেনের ছাত্রী অভিশ্রুতি বৃষ্টির বাবা মা’র শরীর থেকে ডিএনএ পরীক্ষার নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার লাশ হস্তান্তর হতে পারে।
সোমবার রাতে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, নিহত বৃষ্টি ও তার বাবা সবুজের শরীর থেকে আগের রাতে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার নিহতের মা বিউটি বেগমের শরীর থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকান্ডে নিহত বৃষ্টি খাতুনের পরিচয় নিয়ে জটিলতার সৃষ্টি হলে মৃতদহ হস্তান্তর বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে নিহতের বাবা শাবলুল আলম ওরফে সবুজ শেখ রবিবার আদালতের দারস্ত হন। বিজ্ঞ আদালত ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত সাংবাদিকের পরিচয় নিশ্চিত হয়ার নির্দেশ দেয়। এ আদেশের পর রবিবার রাতে নিহত সাংবাদিকের বাবা ডিএনএ পরীক্ষার জন্য নমুনদেন। একই সময়ে নিহত সাংবাদিকের শরীর থেকে নমুনা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরের ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন নিহতের মা বিউটি খাতুন।
নিহতের বাবা শাবলুল আলম সবুজের সাথে রাত ৮টা ১০ এর পর মুঠো ফোনে কথা বলা হয়। তিনি জানান, নিহত মেয়ে ও তার শরীর থেকে নমুনা নিয়া হয় আগের দিন । সোমবার দিয়েছেন মা বিউটি বেগম। রিপোর্ট আসতে এক সপ্তাহ সময় লাগতে পারে। তবে পুলিশের একটি সূত্র তাকে আশ্বস্ত করেছে, শনিবার রাতে বৃষ্টির ফিঙ্গারটেষ্ট হয়েছে। সেখানে তার প্রথম বার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে কারণে আগামী কাল মঙ্গলবার সকাল ১০ টার পরে বৃষ্টির লাশ তার কাছে হস্তান্তর হতে পারে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলী রোডে অগ্নিকান্ডে সাংবাদিক অভিশ্রুতি শ্বাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুর নিহত হন। তার পরিচয় নিয়ে জটিলাতার সৃষ্টি হয়। জটিলাতার অবসানে ও পরিচয় নিশ্চিত হতে বাবা শাবলুল আল ওরফে সবুজ শেখ আদালতের দ্বারস্থ হন।