রাজবাড়ী প্রতিনিধ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার যুবসমাজ।
মঙ্গলবার বিকালে চরনারায়নপুর চৌরাস্তাবাজারে এক ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ,মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মোহাম্মদ ইমরুল কায়েস, ফরিদ উদ্দিন, ইয়াসির বিন-রশিদ, হাফেজ মোহাম্মদ মামুন মোল্লাসহ প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন শরিফুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, ‘ফান্সের রাষ্ট্রীয় মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। নবীকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
মানববন্ধন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর কুশপুতুল দাহ করা হয়।