ঝিনাইদহ প্রতিনিধি
ভারতে রাসুল পাক সাঃ ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন মুছল্লিরা।
রবিবার উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মহ্রেশপুর সরকারী কলেজ স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন – মাইক্রোবাস কেড়ে নিলো দুই সহদরসহ চার শিশুর প্রাণ
এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহেশপুর কওমি মাদ্রাসার সহসভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ও ওলামা পরিষদ মহেশপুর শাখা সেক্রেটারি সরোয়ার হোসেন প্রমুখ।