স্টাফ রিপোর্টার ও ঝিনাইদহ প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় ও ঝিনাইদহ জেলা সদরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে সুর্যোদয়ের সাথে সাথে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।
সকালে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির জনকের মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা সদরের সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা তোলা হয়। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফ সুলতানা। আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভপতি বাবুল আখতার, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ প্রমুখ।
বিজয় দিবসের সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। জেলা .বিএনপির পক্ষ থেকে অনুরুপ র্যালী করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে উভয় দলের কর্মীরা স্বাধীনতার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
রাষ্ট্রের পে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পরে পুলিশ সুপার আজিম-উল-আহসান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসকাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা নির্বাচন অফিস, পৌরসভা, সরকারি দপ্তর, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে আওয়ামী লীগের নেতেৃত্বে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মহান বিজয় দিবসে