মহেশপুরে নবজাতকের লাশ উদ্ধার

0
149

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি ব্রিজের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের নোয়ানীপাড়া গ্রামের একটি ব্রীজের পাশ থেকে সদ্যভূমিষ্ট ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

গ্রাম পুলিশ আনিচুর রহমান জানান, সকালে ব্রীজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা ইউপি সদস্য আব্দুল আজিজকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে এখানে ফেলে গেছে।

মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভোররাতে কে বা কারা পলিথিন ব্যাগে নবজাতকের লাশটি ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে।