মহেশপুরে স্বামীর মুক্তির দাবিতে স্কুল ছাত্রীর অনশন

0
105

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গ্রামে বাবার দায়ের করা মিথ্যা অপহরণ মামলা থেকে স্বামীর মুক্তির দাবিতে এক স্কুল ছাত্রী নববধূ অনশন শুরু করেছেন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাগমারী গ্রামের কারাবন্দি মাসুদ রানার বাড়িতে এ কর্মসূচী পালন করছে তার স্কুল পরুয়া স্ত্রী নন্দিনী।

জানা গেছে, ঝিনাইদহের একটি আদালতে দশম শ্রেণির ছাত্রী নন্দিনী ও মাসুদ রানার বিয়ে হয়। কিন্তু ছাত্রীর বাবা আনিছুর রহমান এ বিয়ে মেনে নিতে পারেনি। ইতোমধ্যে নন্দিনী বাবার বাড়ি ছেড়ে স্বামী মাসুদের বাড়ি চলে আসেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা থানায় অপহরণের মামলা করেন। এ মামলায় স্কুল ছাত্রীর স্বামী মাসুদ হাজতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে নন্দিনী আবার স্বামীর বাড়ি চলে আসেন। এবং সেখানে অনশন পালন করতে শুরু করেছে।

নন্দিনী অভিযোগ করেন, যতবারই তিনি স্বামীর বাড়ি চলে এসেছেন, ততবারই তার বাবা তাকে বেদম মারধর করে নিয়ে গেছে। তার স্বামী নির্দোষ ও তাকে কেউ অপহরণ করেনি। কিন্তু তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি এ মামলার প্রতিবাদে অনশন শুরু করেছে। স্বামীর মুক্তি না মেলা পর্যন্ত সে আর কিছু পান করবেন না।

তিনি আরো অভিযোগ করেন, সর্বশেষ বুধবার মহেশপুর থানায় একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে নন্দিনী তার স্বামীর বাড়িতে আসতে চায়, কিন্তু বাধ সাধেন তার পিতা আনিছুর রহমান। অবশেষে মিথ্যা অপহরণ মামলায় মাসুদ রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।