মাইকে ঘোষণা দিয়ে হামলার ঘটনায় মামলা, আটক -৪

0
110

স্টাফ রিপোর্টার

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পাঁচ টি বাড়ি ভাংচুর, গরু ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাসহ গত চার দিনে থানায় তিনটি মামলা রেকড় হয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে।

কুষ্টিয়ার-৪ আসনের খোকসার জয়ন্তী হাজরা, আমবাড়িয়া, জানিপুর ইউনিয়নসহ ৯ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নির্বাচন আগে ও পরে কমপক্ষে ২৫টি সহিংসতার ঘটনা ঘটেছে। তবে নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ও আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ এর সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা বৃদ্ধে পেছে। প্রতিদিনই ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে আধিপত্য বিস্তার ও টিকে থাকার যুদ্ধের বলি হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।

জয়ন্তী হাজারা ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার সমর্থক সকিব খান টিপু এবং সদ্য বিজয়ী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আরিফুল ইসলাম নয়ন গ্রæপ নির্বাচনের দিন থেকে কমপক্ষে পাঁচ বার হামলা পাল্টা হামলা জড়িয়েছে। এসময়ে থানায় ৩টি মামলাও রেকর্ড হয়েছে।

বুধবার দিনগত রাত ৮টার দিকে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পাল্টা পাল্টি হামলা করা হয়। বিবাদমান নৌকা সমর্থক টিপু ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থক আরিফুল ইসলাম নয়ন গ্রæপের লোকেরা। ট্রাক প্রতীকের সমর্থকরা প্রতিপক্ষের সম্ভব্য হামলা প্রতিহত করার জন্য মহিষবাথান মসজিদের মাইক থেকে ঘোষনা দেয়। এ সময় নৌকার সমর্থকরা প্রতিপক্ষের হামলা প্রতিহত করতে রাধানগর সমজিদের মাইক থেকে পাল্টা ঘোষনা দেয়। ইতোমধ্যে প্রতিপক্ষের লোকেরা উথলী গ্রামে নৌকা সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুর রাজ্জাকের বাড়িসহ নৌকার অপর সমর্থক সাবেক ইউপি সদস্য বদিয়ার রহমান, মস্তোফা, সালাম ও কুতুবের বাড়িতে ভাচুর ও লুটতরাজ করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ হামলা ও মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ। তিনি জানান, রাধানগর ও উথলী গ্রামে পরপর কয়েকটি ঘটনায় তিনটি মামলা হয়েছে। বুধাবার রাত পর্যন্ত চার জন কে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাধানগর ও উথলী গ্রামে সরেজমিন গিয়ে হামলা ক্ষতি গ্রস্তদের সাথে কথা বলা হয়। এসব গ্রামের কেউ ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়ন নি। গোয়ালের গরু ছাগল নগদ টাকা লুট হয়ে যাওয়ায শোকে অসুস্থ হয়ে পরেছেন মেম্বর আব্দুর রাজ্জাক। তাকে ঘিরে পরিবার ও গ্রামের মহিলারা ব্যস্ত। উঠোনে রসিয়ে তার মাথায় পানি দেওয়া হচ্ছে। কেউ বুকে তেল মাখিয়ে দিচ্ছেন।

স্বামীর সেবার ফাঁকে হামলার বর্ণনা দেন শেফালি বেগম। তখনও রাতের খাবার শেষ হয়নি। এমন সময় হঠাৎ মাইকে ঘোষণা শুনতে পান। এর কয়েক মুহুত্যের মধ্যে তার বাড়ির আঙ্গিনায় ট্রাকের লোকেরা শ্লোগান দিয়ে ৪/৫ রাউন্ড গুলি চালায়। এসময় তিনি সন্তানদের নিয়ে বাড়ির পাশের আখ ক্ষেতে আশ্রয় নেন। রাতে পুলিশ আসলে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ফিরে আর কিছুই অক্ষত পাননি। সোনার গহনা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেছে প্রতিক্ষের হামলাকারীরা।

জয়ন্তী হাজরা ইউনিয়নের মেম্বর আব্দুর রাজ্জাক জানান, মাইকে ঘোষনা দিয়ে ট্রাকের সমর্থকরা হামলা করেছে। তিনি এ সময় বাড়ি ছিলেন না। এ হামলার পর থেকে তিনি ও তার লোকেরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছেন। তিনি বাদি হয়ে থানায় মামলা করেছেন। তিনি হামলা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

ট্রাকের সমর্থক মিজানুর রহমান মিজান ডাক্তারের সাথে কথা বলা হলে তিনি জানান, প্রতিপক্ষ নৌকার সমর্থকরা তার বাড়িতে হামলার জন্য মসজিদের মাইক থেকে ঘোষনা দেয়। তার বাড়ির মহিলারা হামলাকারীদের প্রতিহত করতে পাল্টা অক্রমন চালালে নৌকার সমর্থকরা কয়েক রাউরন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

ইউপি চেয়ারম্যান ও নৌকার সমর্থক সকিব খান টিপু ও ট্রাক প্রতীকের সমর্থক আরিফ’ল ইসলাম নয়নের সাথে দেখা করার চেষ্টা করা হয়। তাদেও পাওয়া যায়নি। পরে মুঠো ফোনে কথা বলার জন্য কল করা হয়। কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ বলেন, বুধবার রাতের হামলার ঘটনায় নতুন একটি মামলা রেকর্ড হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক কা হয়েছে।