কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে মো. আব্দুল মান্নান খান তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। আনারস প্রতীকে ৬০৯১০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী গোলাম জিলানী নজরে মুর্শেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২২৭৯ ভোট।
এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাসেল হোসেন টিউবওয়েল প্রতীকে ২৬৪৭৮ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার ফুটবল প্রতীকে ৩৫১৮১ ভোট। কুমারখালী উপজেলার মোট ভোটার সংখ্যা ২৮৬৮২৯।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভা এলাকা সহ ১১টি ইউনিয়নের মোট ১০০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনছার সদস্য সহ প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।
নির্বাচন চলাকালে উপজেলার কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ্রপতিদ্ব›িদ্বতা করেন।