মিরপুরের পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ফাঁড়ি লকডাউন

0
143
Corona-Dro-28-p-5-compressed
প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় পুরো পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে ওই পুলিশ ফাঁড়িতে কর্মরত সব পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে এনে রাখা হয়েছে।

শুক্রবার রাত ৮ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসায় গোটা পুলিশ ফাঁড়িটি লকডাউন করা হয়।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্যের বাড়ী ঝিনাইদহ জেলায়। তিনি আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত ওই পুলিশ ফাঁড়িতেই কর্মরত ছিলেন। পুলিশ সদস্য স্থানীয় ভাবে সংক্রামিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গত ২৬ তারিখে ঠান্ডা-জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ওই পুলিশ সদস্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ২৭ মে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। শুক্রবার সন্ধ্যায় তার শরীরে করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। তিনি বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, যেহেতু ওই পুলিশ সদস্য স্থানীয় ভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই পুরো পুলিশ ফাঁড়িটি শুক্রবার রাত ৮টায় লকডাউন করা হয়েছে।