মিরপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

0
119

হুমায়ূন কবির

কুষ্টিয়ার মিরপুরে পিকাপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩৩০ বোতল ফেন্সিডিল ও গাঁজ উদ্ধার করেছে। এ সময় পিকাপ চালককে আটক করেছে।

বুধবার সকালে স্থানীয় মালিহাদ ক্যাম্পের পুলিশের একটি দল ঝুটিয়াডাঙ্গা ব্রিজ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সেখানে একটি পিকাপ ভ্যান আটক করে তল্লাশি করার সময় ৩৩০বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধর করে। এ ঘটনায় পিকাপ চালক রিমন শেখকে আটক করা হয়।

আটক রিমন (১৫) রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার লালন শেখের ছেলে।

মিরপুরের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মাদকের চালানসহ একজনকে আটকের কথা নিশ্চিত করেন। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।