মিরপুরে স্কুল সিলগালা ও শিক্ষকদের জরিমানা

0
145
MURPUR-DROHO-13-P4

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের সরকারি নির্দেশ উপেক্ষা করে স্কুল চালানোয় দারুস সালাম অনলাইন মডেল স্কুল সিলগালা ও শিক্ষকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলে অভিযান চালান। সরকারি নির্দেশ অমান্য করে স্কুল চালানোর অপরাধে বিদ্যালয়ের শিক্ষক শুভ (২০), ফিরোজ মাহমুদ (৩০), ফরিদুজ্জামান (২০), সোহাগ (১৭) ও রশিদ আহমেদকে (২১) ৫ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদাণতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা মেলে।