মীর মশাররফ হোসেন’র ১৭৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমলার উদ্বোধন

0
71

কুমারখালী প্রতিনিধি

অমর কথা সাহিত্যিক বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেন’র ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাস্তুভিটায় দুদিন ব্যাপী অনুষ্ঠানমলার উদ্বোধন হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) কুমারখালী উপজেলার লাহিনীপাড়াস্থ লেখকের বস্তুভিটায় দু’দিনব্যাপী এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: শারমিন আখতার ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর। আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডঃ মো: রশিদুজ্জামান। অনুষ্ঠান উপলক্ষে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, মীর মশাররফ হোসেন তাঁর আত্মজীবনী ও উপন্যাস গুলিতে সমকালীন সমাজের অসঙ্গতি ও সমস্যার ওপর কটাক্ষপাত করেছেন। ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থায় আলোকবর্তিকা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। সাহিত্যের সব শাখাতেই তাঁর অবাধ বিচরণ ছিল। তাই শত শত বছর ধরে বিষাদসিন্ধুসহ তাঁর অনন্য সাহিত্য কর্মগুলো চির ভাষ্কর ও অমলীন হয়ে থাকবে বাঙালি জাতির মানসপটে।

আরও পড়ুন – খোকসায় স্মাট কার্ড পেতে স্বর্ণের চেন হারালেন তারা

আলোচনা শেষে গাজী মিয়ার বস্তানী ও উদাসীন পথিকের মনের কথা অবলম্বনে নাটক ‘কারো কিছু বলার নেই’ মঞ্চস্থ হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইদিনব্যাপী এ অনুষ্ঠান মালা শেষ হবে।