দ্রোহ বিনোদন ডেস্ক
আদিম সিনেমাটি গণ অর্থায়নে নির্মিত হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছে যুবরাজ শামীম এবং সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনয় জগতের বাইরের এক মানুষ।
বর্তমান করোনা পরিস্থিতির কারনে সিনেমাটি এখনো কোন প্রেক্ষাগৃহে মুক্তি পায় নি। তবে এরই মধ্যে নির্মিত হয়েছে ‘আদিম’র সিক্যুয়াল ‘হাজত’। এটিও নির্মিত হয়েছে গণ অর্থায়নে।
মূলত অপরাধবোধের গল্পে নির্মিত এ সিনেমা দুটি। সিক্যুয়াল হলেও সিনেমা দুটিকে আলাদা স্বত্বার বলেই মনে করেন নির্মাতা শামীম।
নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার
তিনি বলেন, ‘হাজত’ ‘আদিম’ র সিকুয়াল হলেও সিনেমা দুটি আলাদা। এ সিনেমা দুটিতে যারা অভিনয় করেছেন তারা সবাই অভিনয় জগতের বাইরের মানুষ।
‘হাজত’র গল্প ও চিত্রনাট্য নির্মাতার নিজের। আনন্দ সরকার সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সাথে ছিলেন যুবরাজ শামীম।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাদেক, বাদশা, দুলাল, সোহাগী ও স্বপন। ১৬ দিন শুটিং পর্ব শেষ হওয়ার পর সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে জমা রয়েছে।