দ্রোহ বিনোদন ডেস্ক
অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি অভিনীত রাঘাভা লরেন্সের লক্ষ্মী বোম্ব আগামী নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি ও হটস্টারে মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে সিনেমাটি। টুইটারে এই ঘোষণার পাশাপাশি অক্ষরের দুটি ভিন্ন অবতারে ছবির নতুন পোস্টার শেয়ার করেন অক্ষয়।
টুইটারে তিনি জানান, “এই দীপাবলিতে আগামী ৯ নভেম্বর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে লক্ষ্মী বোম্ব। লক্ষ্মী বোম্ব তামিল হরর-কমেডি, মুনি ২, কাঞ্চনার রিমেক।