মুক্তি পেলো কচ্ছপটি

0
155
মুক্তিপাওয়া কচ্ছপ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রাস্তা থেকে কুঁড়িয়ে পাওয়া জীবন্ত কচ্ছপটিকে উদ্ধার করে গড়াই নদীতে অবমুক্ত করা হয়।

প্রকৃতি প্রেমি শাহাবুদ্দিন মিলন জানান, বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার হরিপুরের গোরস্তান পাড়ার আফজাল হোসেনের ছেলে মুক্তার হোসেনের হাতে কচ্ছপটিকে দেখে স্থানীয় এক যুবক তাকে মুঠোফোনে খবর দেন। এর পর প্রকৃতি প্রেমীদের একটি দল হরিপুরের আফজাল হোসেনের বাড়িতে উপস্থিত হন। পরে কচ্চপটিকে উদ্ধার করে গড়াই নদীতে অবমুক্ত করা হয়।

কিশোর মুক্তার হোসেন জানান, বুধবার সকালে গ্রামের রাস্তা দিয়ে চলার সময় কচ্ছপটি দেখতে পায়। সে কচ্ছপটি পালার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন।