মেডিকেলে ভর্তি জালিয়াতিতে ২০০ জন জড়িতঃ সিআইডি

0
129
Asami-Dro-26-7-p-2
আটককৃত ৩ জন

দ্রোহ অনলাইন ডেস্ক

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রায় ২০০ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে সিআইডি। এদের মধ্যে জালিয়াতি করে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও রয়েছেন। যাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীর নামও জানা সম্ভব হয়েছে।

প্রশ্নপত্র জালিয়াত চক্রের হোতা জসিমউদ্দিন, চক্রের অন্যতম সদস্য পারভেজ খান এবং জাকির হোসেনকে জিজ্ঞসাবাদ করে এসব তথ্য পেয়েছে সিআইডির তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটককৃত তিনজনের সাত দিনের রিমান্ডের দ্বিতীয় দিন ছিল শনিবার।

এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ সুপার এস এম আশরাফুল আলম বলেন, তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের আশ্রয়দাতা, সহযোগিতাকারী এবং জালিয়াতি করে যাঁরা মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হয়েছেন তাঁদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভর্তি হওয়া কিছু শিক্ষার্থীর নামও বলেছেন তাঁরা। এসব তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

প্রথমে জসিম তার পরিবারের সাতজনকে নিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্র গড়ে তোলেন। এ চক্রে রয়েছেন তাঁর স্ত্রী শারমিন আরা জেসমিন ওরফে শিল্পী, খালাতো ভাই আবদুস সালাম, দুই ভগ্নিপতি আলমগীর হোসেন ও জাকির হোসেন, ভাতিজা পারভেজ খান ও ভায়রা সামিউল জাফর ওরফে সেটু। এদের মধ্যে জসিম, জাকির ও পারভেজ গ্রেপ্তার হয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

চক্রের অন্যতম সদস্য সালাম স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসের মেশিনম্যান। তিনিই মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নপত্র ছাপানোর সময় বিশেষ কৌশলে তা বের করে এনে তুলে দিতেন জসিমকে।