মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ইট ভাটায় কাঠ পোড়ানোসহ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় আট ইট ভাটা মালিককে প্রায় অর্ধকোটি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অধিকাংশ ইট ভাটায় কাঠ পোড়ানোসহ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা ও আবাদি জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়।
অভিযানে তমা ব্রিকসকে সাত লাখ, জোয়ার্দ্দার ব্রিকসকে ছয় লাখ, সমতা ব্রিকসকে আট লাখ, রুপসা ব্রিকসকে সাত লাখ, থ্রী-স্টার ব্রিকসকে চার লাখ, বস ব্রিকসকে চার লাখ, বেস্ট ব্রিকসকে পাঁচ লাখসহ অপর একটি ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদফতরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমানসহ র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু হাসান জানান, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।