মেহেরপুরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

0
120
coronavirus-Dro-18-p-12-compressed

মেহেরপুর প্রতিনিধি

মঙ্গলবার মেহেরপুর জেলায় করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- জেলার গাংনী পশু হাসপাতাল পাড়ার মৃত আব্দুল গনির স্ত্রী জোবাইদা খাতুন (৭২) এবং বাওট গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (৭০)।

আরও পড়ুন দুই সন্তান ফিরলেই সমাহিত হবেন এন্ড্রু কিশোর

জানা গেছে, মৃত জোবাইদা খাতুনের পুত্রবধূ উপজেলা স্বাস্থ্য সহকারী ফারহানা ইয়াসমিন সর্বপ্রথম ৩ জুলাই করোনা আক্রান্ত হন। এরপরে সোমবার তার মেয়ে নুসরাত জাহান এবং দেবর আখতারুজ্জামান চঞ্চল আক্রান্ত হন। একইদিন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের শাশুড়ি জোবাইদা খাতুনের নমুনা সংগ্রহের জন্য গেলেও তিনি দিতে রাজি হননি। সর্দি, কাশি ও হালকা জ্বর নিয়ে তার মৃত্যু হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম রিয়াজুল আলম বলেন, মৃত্যুর পর জোবাইদা খাতুনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

অপরদিকে, বাওট গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শ্বাসকষ্ট ও ঠান্ডা জ্বর নিয়ে কয়েকদিন আগে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।