মেহেরপুরে গাঁজা বাগানে পুলিশের অভিযান

0
128
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের এক গাঁজা বাগানে পুলিশ অভিযান চালিয়েছে। এসময় ১ বিঘা জমি থেকে ছোট বড় প্রায় ২ শতাধিক গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠ থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই গ্রামের কাশেম আলীর ছেলে দুলাল হোসেনের বাড়ির পাশের মাঠ থেকে গাঁজা গাছ উদ্ধার করে। তিনি বলেন দীর্ঘদিন ধরে চাষ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তিনি আরও জানান, দুলাল গাঁজা উৎপাদন করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। দুলালসহ গাঁজা চাষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।