মেহেরপুরে ৬ মামলার আসামী আটক

0
104
meherpur-DRO-3-P-6-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুর জেলায় এক হত্যাসহ ৬ মামলার আসামী লাল্টু হোসেন (৪২) কে আটক করেছে পুলিশ। ডাবলু হত্যা মামলার পলাতক আসামী লাল্টু গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর ২ টার দিকে গাংনী থানার ওসি সাজেদুল ইসলাম এর নেতৃত্ব পুলিশের একটিদল কুষ্টিয়া জেলার প্রাগপুর এলাকা থেকে লাল্টুকে আটক করেন।

গাংনী থানা সূত্র জানায়, ১৬ মে শনিবার বিকেলে গাংনী উপজেলার গোলাম বাজারের অদূরে একটি লিচু বাগান দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহত হয় আরো জন ২ জন।

নিহতরা হলেন-কাজীপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে ইসমত কবির ডাবলু ও সাহেবনগর গ্রামের সেকেন্দার আলীর ছেলে সানাউল্লাহ। এসময় আহত হন ডাবলুর বাবা খবির উদ্দীনসহ আরো একজন। এ ঘটনায় পাল্টা-পাল্টি মামলা করা হয়।

ঘটনার পর-পরই নিহত ডাবলুর মা ইসলামা খাতুন বাদী হয়ে কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকে ১ নং ও লাল্টু হোসেনকে ২ নং আসামী করে ১০জনসহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অপর নিহত সানাউল্লাহর স্ত্রী বাদী হয়ে খবির উদ্দীনসহ আরো বেশ কয়েকজনের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন।

বুধবার ডাবলু হত্যা মামলার ২নং আসামী লাল্টু হোসেনকে কুষ্টিয়ার জেলার প্রাগপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত লাল্টুর নামে ডাবলু হত্যাসহ চাঁদাবাজি,ডাকাতির অভিযোগে গাংনী ও কুষ্টিয়ার মিরপুর থানায় ৬টি মামলা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, হত্যার ঘটনার পর থেকে লাল্টু পলাতক ছিল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।