মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারপিট

0
158
প্রতিকী ছবি

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট করার ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বুদ্দু মন্ডল।

উপজেলার খুবজীপুর ইউনিয়নের কালাকান্দর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে অভিযোগে জানা যায়, বুদ্দুর বাড়ি সংলগ্ন জায়গায় মুদিখানা দোকান রয়েছে। তিনি সবসময় দোকানে বসতে পারেন না। মাঝে মধ্যে তার শিশু কন্যা দোকানে বসে। এ সুযোগে প্রতিবেশী নায়েব শিকদারের ছেলে আশিক তার মেয়েকে উত্যক্ত করতে থাকে।

মেয়েটি এ বিষয় তার বাবাকে জানায়। এ ঘটনায় বুদ্দু ওই যুবককে নিষেধ করলে অভিযুক্ত আশিক খারাপ আচরণ করে। এরপর তার অভিভাবকদের কাছে বিচার দাবি করায় অভিযুক্ত আশিক (২০) ও তার ভাই বিল্টু (২৬) সোমবার রাত সাড়ে ৮টার দিকে বুদ্দুর দোকানে এসে তাকে বেধড়ক মারপিট করে।

এ ঘটনায় গুরুদাসপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটক করে আইনি ব্যবস্থা নেয়া হবে।