মোটরসাইকেল বহর নিয়ে ক্যাস্পাসে এলেন অধ্যক্ষ

0
122

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারী ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষকে ব্যতিক্রমি সংবর্ধনা দিয়েছে কলেজ প্রশাসন। মোটরসাইকেল শোভযাত্রার সহ ক্যাম্পাসে নিয়ে আসা নবাগত অধ্যক্ষকে ফুল ছিটিয়ে বরণ করানো হলো ছাত্রীদের দিয়ে।

সদ্য জাতীয়করণ হওয়া খোকসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন অধ্যাপক ডঃ মোঃ আব্দুল লতিপ। বুধবার তার নতুন কর্মস্থরে যোগদান করতে আসা উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে কলেজ প্রশাসন। তাকে বরণ করার জন্য সরকারী ছুটির দিন সকালে ছাত্রীদের ক্যাম্পাসে ডেকে আনা হয়। ক্যাম্পাসের ভিতরে সারিবদ্ধভাবে ফুলের ডালা হাতে প্রায় ঘন্টা খানেক অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। এক পর্যায়ে মোটরসাইকেল বহর নিয়ে নাটকীয় কায়দায় ক্যাম্পাসে আসেন নতুন অধ্যাপক। সাড়িবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। নবাগত অধ্যাপক তার কক্ষে যান। সেখানে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরে কলেজের শিক্ষক কর্মচারীদেও সাথে নিয়ে মুক্তির মূলমন্ত্র নামের বঙ্গুবন্ধুর মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক আব্দুল লতিপ পাবনা এডিওয়াট কলেজের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি ১৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বেলাল উদ্দিনের স্থলাভীষিক্ত হলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অধ্যাপক ও সহযোগী অধ্যাপক জানান, শিক্ষার্থীদের দিয়ে কারো বরণ করা যাবে না। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই কাজটি করলেন। কার স্বার্থ রক্ষায় এমনটি হলো এ প্রশ্ন তাদের মধ্যে ঘুপাক খাচ্ছে।

সংবর্ধনার আয়োজক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন রাত ৮টার পর তার মোবাইল ফোন রিসিভ করেন। তিনি জানান অতি উৎসাহি কিছু শিক্ষক এই সংবর্ধনার আয়োজন করেছেন। তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাত্র। কোনটা আইন সিদ্ধ আর কোনটা আইন সিদ্ধ না তা হিসাব করেন নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক বলেন, তিনি এ ধরনের সংবর্ধণা কখনো দেখেন নি। শোনেন নি। ঘটনাটি কতটা আইন সিদ্ধ তা তার জানা নেই। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলতে পারবেন।