মোবাইন কিনে দিতে বিলম্ব হওয়ায় বিষ পান

0
158
প্রতিদকী ছবি

স্টাফ রিপোর্টার

চাওয়া মাত্রই মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে এক কিশোর আত্মহত্যার চেষ্টা করে।

সোমবার বিকালে রাজবাড়ির পাংশা উপজেলার কেয়া গ্রামের জমিতে ঘাস মারা বিষ পান করেন ওয়াফিল (১৩)। সে কলা ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে।

পরিবারের লোকেরা জানান, ওই কিশোর বাবার কাছে মোবাইল ফোন কিনে চায়। বাবা দুই দিন পরে ফোন কিনে দেবে জানান। এ ঘটনায় অভিমান করে বাজার থেকে ঘাস মারা বিষ কিনে আনে। নিজের ঘরে বসে সেই বিষ পান করে অসুস্থ্য হয়ে পরলে বাড়ির লোকদের জানায়। পরে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথািমক চিকিৎসার এক পর্যায়ে তাকে ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়।

কিশোরের বাবা আব্দুল জব্বার জানান, বাড়ির পাশের ভেলা বাইচ খেলা দেখার সময় ওয়াফিল তার কাছে টাস ফোন কিনে চায়। এর পর বাড়ি ফিরে সে বিষ পান করেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, কিশোর ঘাস মারা বিষ পান করেছে। কিছু সময় চিকিৎসার পর বলা যাবে তার শারীরিক অবস্থা কোন দিকে যাচ্ছে।