যমুনায় নৌকাডুবিতে নিহত শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

0
134
Shirajgong-Dro-26-p-12-compressed
যমুনায় স্থানীয়দের উদ্ধার অভিযান। ছবি- সংগৃহীত।

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার সময় জেলার চৌহালী উপজেলার স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুন নূর জানান, মঙ্গলবার দুপুর একটার সময় যাত্রীবাহনকারী শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা এনায়েতপুর থানার অদুরের ঘাট থেকে জেলার চৌহালী উপজেলা সদরের দিকে রওনা করে। ধান কাটার শ্রমিক বেশি ছিলেন নৌকাটিতে। দুপুর ২টার দিকে যমুনার স্থলচর নামক স্থানে নৌকাটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ নৌকাডুবিতে নারী ও পুরুষসহ কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালী উপজেলা সদরের দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় দুর্ঘটনার কবলে পরে। নৌকার ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার জীবিত উদ্দার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযানে নেমে ইতোমধ্যে এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করছে।

উদ্ধার হওয়া মৃত দুই জনের পরিচয় জানা গেছে, দারা হলেন শেখ কামাল ও পাষান আলী। পাষান আলীর বাড়ি গয়নাকান্দি গ্রামে। শেখ কামালের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামে। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তার মা-বাবাও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।