যশোরের উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থীর জয়

0
159
DROHO- ja-20-P5

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নুরজাহান ইসলাম নীরা জয়ী হয়েছেন।

তার প্রাপ্ত ভোট দুই লাখ ৭৬ হাজার ১১৯টি। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ধানের শীর্ষেে প্রার্থী নূর-উন-নবী পেয়েছেন ১২ হাজার ৩৫৪ ভোট।

যশোর সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ূন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। সদর উপজেলা নির্বাচন অফিসের হল রুমে এই ফলাফল ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে থেকে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন দুই লাখ ৭৬ হাজার ১১৯ জন। আর ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১২ হাজার ৩৫৪টি।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।