যশোরে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

0
136
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হযেছে। এ ঘটনায় মনিরুজ্জামান ওরফে মনির (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ী গুলিতে নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার দোরমুটিয়া গ্রামের মনিরুজ্জামানের লাশ কেশবপুর-ত্রিমোহিনী সড়কের একটি ইটভাটার পাশে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত মনিরুজ্জামানের ফুফাতো ভাই আকসাদ আলী বলেন, রাতে ইটভাটার দিকে গুলির শব্দ শুনেছেন। সকালে সেখানে গিয়ে তিনি মামাত ভাইয়ের লাশ দেখেন। মনির কীভাবে নিহত হলেন বা কারা তাঁকে গুলি করলেন, তা তিনিসহ পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, রবিবার মধ্যরাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মনিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশ থেকে একটি শার্টারগান, দুটি গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। মনিরের বিরুদ্ধে থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।