যশোরে ভাইয়ের হাতে ভাই খুন

0
111

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার দেয়াপাড়া গ্রামে।

নিহত হয়েছেন কাজী নজরুল ইসলাম (৬২) একই গ্রামের মৃত কাজী আব্দুল গনির ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে কাজী নাঈম বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার দুই চাচা কাজী নজরুল ইসলাম ও কাজী আব্দুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে বিরোধের একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতন্ডার একসময়ে আব্দুর রাজ্জাক হাতে থাকা দা দিয়ে কাজী নজরুল ইসলামের ঘাড় ও হাতে কোপ দেয়। বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খুনের পর থেকে আব্দুর রাজ্জাক এলাকা ছেড়ে পালিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, হত্যাকান্ডে জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের স্ত্রী জাহানারা কোতয়ালি থানায় স্বামী হত্যার মামলা দায়ের করেছেন বলেও নিশ্চিত করেন তিনি।.

আরও পড়ুন

মাগুরায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু