দ্রোহ অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় পুলিশের গুলিতে মারা গেছেন ট্রেফোর্ড পেলারিন নামের এক কৃষ্ণাঙ্গ যুবক।
কর্তৃপক্ষ জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটি দোকানে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ৩১ বছর বয়সী পেলারিনকে লক্ষ্য করে গুলি করে।
এদিকে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে এর তদন্ত দাবি করেছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। শনিবার সংস্থাটির পক্ষ থেকে এই ঘটনাকে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মারাত্মক ও ভয়াবহ আচরণ বলে দাবি করা হয়।
বিবৃতিতে লুইসিনিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় লাফয়েতে পুলিশ বিভাগের কিছু কর্মকর্তাকে দোকানটিতে যাওয়ার জন্য বলা হয়। দোকানে গিয়ে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিতে আটক করতে গেলে সে পালানোর চেষ্টা করে।
পুলিশ জানায়, পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ যুবকের হাতে ছুরি ছিলো এবং তিনি সেটি দিয়ে এক দোকান থেকে আরেকটি দোকানে প্রবেশের চেষ্টার সময় তাকে গুলি করে ঘায়েল করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লুইসিনিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে এই ঘটনার তদন্ত করার জন্য বলা হয়েছে।
এদিকে পেলারিনের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প পুলিশের এমন আচরণকে বেপোরোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। আল জাজিরা।