রওশন এরশাদ নির্বাচনে যাচ্ছেন না

0
111
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা দিয়েছেন একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পাটির প্রধান পিষ্টপোষক রওশন এরশাদ।

বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান তিনি।

এ সিদ্ধান্তের এর ঘণ্টা আগে রওশন এরশাদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৪ আসনে আবু মুসা সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন পাটির প্রেসিডেন্ট-মহাসচিব।

গুলশানের বাসায় বৈঠকের পর ব্রিফিংয়ে রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। নির্বাচনে অংশগ্রহণ করার েেত্র জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীতি নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ণ করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’