দ্রোহ অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ দিন দিন লাগামহীন ভাবে বেড়ে চলছে। মৃত্যুর মিছিলে প্রতিদিনই নতুন মাত্রা যোগ হচ্ছে। সংক্রমণের ভিত্তিতে ঢাকাসহ সারা দেশকে তিনভাগে ভাগ করা হবে। রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে নতুন কর্মপন্থা গ্রহণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার ।
রাবিবার থেকে ঢাকার বেশি করোনা আক্রান্ত এলাকা গুলোকে রেড জোন ঘোষণা করে তা লকডাউন করে দেওয়া হবে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় করোনা সংক্রমণের ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে। বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়েলো ও একেবারে কম আক্রান্ত বা মুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। গ্রিন জোনকে সর্তকতা মেনে চলতে হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়েলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সে পদক্ষেপও নেওয়া হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকা রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার জন্য অ্যাপ করা হয়েছে। রবিবার থেকে ঢাকা শহরের একাধিক জায়গায় রেড জোন ঘোষনা করে লকডাউন করা হবে। বুধবার মধ্যে সারাদেশে জোনিং করে কাজ শুরু করা হবে।
তিনি আরো বলেন, নির্দিষ্ট একটি এলাকা চিহ্নিত করে সেখানকার প্রতি এক লাখ মানুষের মধ্যে কতজন মানুষ আক্রান্ত রয়েছে, তার উপর ভিত্তি করে রেড, ইয়েলো ও গ্রিন জোন ঠিক করা হবে। যে এলাকাকে রেড জোন ঘোষণা করা হবে, সে এলাকা সম্পূর্ণ বøক করা হবে। সে এলাকায় কেউ ঢুকবেও না, বেরও হবে না। রেড জোন এলাকায় নিত্যপ্রয়োজনীয় যা দরকার হবে তা পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
সচিবের মতে, গ্রামে মানুষ কম থাকার কারনে জোনিং বাস্তবায়ন করা কঠিন হবে না। তবে এটি সফল করতে হলে কমিউনিটির সাপোর্ট লাগবে। স্থানীয় প্রশাসনগুলো কমিউনিটির সহায়তা নিয়েই এটা বাস্তবায়ন করবে।