রাজধানীতে বাসচাপায় দুইজন নিহত

0
151

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর বাংলামোটরে চলন্ত বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত ও আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী। পুলিশ সদস্যরা বাস ও চালক জাফর মোল্লাকে আটক করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে তবে নিহতদের পরিচয় জানা যায়নি।